কমিউনিটি প্যারামেডিক
কমিউনিটি প্যারামেডিক
বাংলাদেশ সরকার কমিউনিটি প্যারামেডিকের জন্য প্রণীত নিতিমালার উপর ভিত্তি করে কমিউনিটি প্যারামেডিক মৌলিক কারিকুলাম প্রনয়নের উদ্যোগ গ্রহন করেছেন। এই উদ্দগের অংশ হিসাবে স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধিনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট সরকারী ভাবে প্রথম বারের মত দীর্ঘ ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্স করেছেন।
বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এ কোর্সটি পাশ করা শিক্ষার্থীদের সহকারি নার্সিং এ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে আসছে অনেক আগে থেকে।
কমিউনিটি প্যারামেডিক কোর্সের মডিউল ও শিক্ষনীয় পাঠ
১। মৌলিক বিষয় সমুহ: এনাটমি ও ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, বায়োকেমিস্ট্রি।
২। আচরণ পরিবর্তনে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি
৩। পরিবার পরিকল্পনা ও জেন্ডার বিষয়ক শিক্ষা
৪। ক্লিনিক ব্যবস্থাপনা এবং দক্ষতা অর্জন ও চেকলিস্ট
৫। নিরাপদ মাতৃত্ব ও মিডওয়াইফারি
৬। প্রজনন স্বাস্থ্য
৭। সংক্রামক ও নব-আভির্ভুত রোগ সমূহ এবং অসংক্রামক রোগসমূহ
৮। সীমিত নিরাময়মূলক সেবা
৯। শিশু স্বাস্থ্য
১০। স্বাস্থ্য খাতে উদ্যোক্তা সৃষ্টি
১১। ইংরেজি
ভর্তির যোগ্যতা
যে কোন সাল ও গ্রুপ থেকে এসএসসি/সমমান পাশ (ন্যূনতম জিপিএ-২.৫০)
প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি,
- এস.এস.সি মূল মার্কশিট,
- এস.এস.সি প্রশংসাপত্র ফটোকপি
একজন কমিউনিটি প্যারামেডিক কোথায় কাজ করেন
একজন কমিউনিটি প্যারামেডিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। জেলা সিভিল সার্জন এর কার্যালয়ের অধীনে এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে তারা অস্থায়ীভাবে কমিউনিটি ক্লিনিকে কাজ করে থাকেন। কমিউনিটি প্যারামেডিকরা সাধারণত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, নগর স্বাস্থ্য কেন্দ্র, মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে কাজ করে থাকেন। এছাড়া গ্রামে এনজিওগুলোর চিকিৎসা কেন্দ্রেও কমিউনিটি প্যারামেডিকরা কাজ করে থাকেন।
সাধারণত একজন প্যারামেডিক নিম্মোক্ত পদে কাজ করে থাকেন
- সহকারী নার্স
- জুনিয়র নার্স
- জুনিয়র মিডওয়াইফারি
- নার্স এটেনডেন্স
- প্যারামেডিক
- কমিউনিটি প্যারামেডিক
একজন কমিউনিটি প্যারামেডিক কী ধরনের কাজ করেন
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা সাধারণত ঠান্ডা, জ্বর, ডায়রিয়ার মত সাধারণ অসুখের জন্য ঔষধ দিয়ে থাকেন।
- রোগীর অবস্থা বেগতিক বুঝলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে । অনেক কমিউনিটি ক্লিনিকে নবজাতকের স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হচ্ছে এবং মহিলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
- টিকা দান, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, মা ও শিশুর।
- স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে থাকে কমিউনিটি প্যারামেডিক কর্মীরা।
- কমিউনিটি প্যারামেডিক ও স্বাস্থ্য সহকারী ঔষধ দেওয়ার পাশাপাশি কাটা-ছেঁড়া কিংবা কোথাও ভেঙ্গে গেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন।
আমাদের ক্যাম্পাস সমূহ
ঢাকা ক্যাম্পাস
Address: House #10, Road #02, Block #B, Section #6 1216 Mirpur, Dhaka Division, Bangladesh. Phone: 01753558333
ময়মনসিংহ ক্যাম্পাস Address: 42/4, boundary road, Mymensingh-2200 Phone: 01936002864
জামালপুর ক্যাম্পাস Address: New College Road, Shafi Miar Bazar, Jamalpur Phone: 01936005881 |
দিনাজপুর ক্যাম্পাস
Address: Mirjapur, Suihari, Dinajpur. Phone: 01936006769
বগুরা ক্যাম্পাস Address: Yasin Tower, Koloni, Sherpur Road, Bogura Phone: 01936002872
ঠাকুরগাঁও ক্যাম্পাস Address: Halpara, Thakurgoan Phone: 01936005815 |