ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেসঃ
CRP, Saic College of Medical Science and Technology এবং সরকারি ইন্সটিটিউটের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্টগণের সার্বিক তত্তাবধানে ও তরুন গ্রাজুয়েট ফিজিও চিকিৎসক টিমের দ্বারা সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতিটা রো cগীকে বিজ্ঞান সম্মত ভাবে রোগীর ফিজিক্যাল টেস্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেস্ট, রেডিওলোজিক্যাল টেস্ট ও প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করে, অতঃপর রোগীর সমস্যানুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাইক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসে রয়েছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট এড়াতে ও রয়েছে পুরুষদের জন্য পুরুষ ফিজিওথেরাপিষ্ট এবং রোগীদের জন্য আধুনিক থেরাপিউটিক জিমসেশিয়াম।
যেসব রোগের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়/প্রয়োজনঃ
- বাত ব্যথা
- কোমড় ব্যথা
- হাঁটু ও গোড়ালির ব্যথা
- আঘাতজনিত ব্যথা
- ডিস্ক প্রলাপস জনিত ব্যথা
- সায়াটিকা
- হাড়ক্ষয়জনিত ব্যথা, যেমন অস্টিও আরথ্রাইটিস, সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস
- জয়েণ্ট শক্ত হয়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার
- প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস
- স্ট্রোকজনিত প্যারালাইসিস
- বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায় আইসিউতে অবস্থানকালী রোগীর জন্য
- জন্মগত পা বাকা বা ক্লাবফিট
- গাইনোকলজিক্যাল সমস্যায় সেরিব্রাল পালসি
- অ্যানকাইলজিং স্পন্ডাইলাইটিস
- বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসা ও পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।
ফিজিওথেরাপি সেবা/কার্যক্রমঃ
- ম্যানুয়াল থেরাপি
- ম্যানিপুলেটিভ থেরাপি
- মোবিলাইজেশন থেরাপি
- মুভমেন্ট ইউথ মোবিলাইজেশন
- থেরাপিউটিক এক্সারসাইজ
- ইনফিলট্রেশন বা জয়েন্ট ইনজেকশন
- পশ্চারাল এডুকেশন
- ওয়াক্স থেরাপি
- আরগোনমিক্যাল কনসালটেন্সি
- আকুপাংচার
- কাইনেসো ট্যাপিং
- ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা
- TENS
- IRR
- SWD
- Shock Wave
- Walking Harness
- UST
- Mechanic Traction
- SWD
- LASER Therapy
কিছু কিছু ক্ষেত্রে ড্রাগস বা ঔষধ প্রয়োজন হয়। সাইক মেডিকেল এবং রিহ্যাব টিম হতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিতে আজই যোগাযোগ করুনঃ
সাইক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস,
সাইক টাওয়ার (৩য় তলা), এম-১/৬, মিরপুর-১৪, ঢাকা
যোগাযোগঃ ০১৩২৫-০৮৮৫৮৬, ০১৬৭১১০৭৩৫০