BTEB বোর্ড পরিচালিত CMU ও DMU (আল্ট্রাসাউন্ড কোর্সে) ভর্তিকৃত শিক্ষার্থীদের Online-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
(1) সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (CMU), কারিকুলাম কোড : 38, (জুলাই-ডিসেম্বর, 2020, 6 মাস মেয়াদি)
ফিসের বিবরণ : রেজিস্ট্রেশন ফি 50 টাকা, পরীক্ষার ফি 300 টাকা, সনদপত্র ফি 100 সর্বমোট 450 টাকা প্রতি শিক্ষার্থী।
(2) ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (DMU), কারিকুলাম কোড : 37, (জুলাই, 2020 – জুন, 2021, 1 বছর মেয়াদী)
ফিসের বিবরণ : রেজিস্ট্রেশন ফি 200 টাকা, রোভার স্কাউট ফি 15 টাকা, সর্বমোট 215 টাকা প্রতিশিক্ষার্থী।
(ক) Online-এ ডাটা এন্ট্রির সময়সূচি : 15-07-2020 হতে 30-07-2020 পর্যন্ত।
(খ) ফাইনাল কপি (হার্ড কপি) প্রিন্টের সময় সূচি : 02-08-2020 হতে 06-08-2020 পর্যন্ত। [শিক্ষর্থী সংখ্যা প্রতি ট্রেডে 10 (দশ) জনের কম হলে উত্ত তথ্য 30-07-2020 ইং তারিখের পর সয়ংক্রিয় ভাবে বাতিল হয়ে যাবে।]
(গ) সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়সূচি : 09-08-2020 হতে 13-08-2020 পর্যন্ত।
সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার বিস্তারিত নিয়মাবলী নিম্নে Flow Chart এবং User Manual (নমুনা) উল্লেখ করা হলো:-
সার্টিফিকেট ইন আল্ট্রাসাউন্ড, ডিপ্লোমা ইন আল্ট্রাসাউন্ড ও এডভান্সড সার্টিফিকেট কোর্সের অনলাইন রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তির লিংক: https://bit.ly/2Cj19Qd