আমাদের ল্যাব সমূহঃ
বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা করে মোট মোট ১১টি ল্যাব আছে। ডেন্টিস্ট্রি, রেডিওগ্রাফী, ফিজিওথেরাপী, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব রয়েছে। তাছাড়া নিজস্ব সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব-এ ২য় বর্ষ থেকেই ট্রেনিং করার সুবিধা রয়েছে।
ছবি সহ ল্যাব সম্পর্কে জানতে নিচের অপশনগুলো ভিজিট করুনঃ
এই ল্যাবে ছাত্র-ছাত্রীদের জন্য কনফোকাল মাইক্রোস্কোপিং, কনফোকাল লেজার স্কেনিং মাইক্রোস্কোপিং, স্পেনিং ডিস্কস, ক্রিস্টাল, টিস্যু প্রসেসর, বাইনুকুলার মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। এখানে হাতে কলমে ছাত্র-ছাত্রীদেরকে বাইপসি টেস্ট, হিস্টোপ্যাথ FNAC সহ বিভিন্ন টেস্ট শেখানো হয়।
এখানে রয়েছে সেন্ট্রিফিউজ মেশিন, মাইক্রোস্কোপিং, ইএসআর পরিমাপের যন্ত্রপাতি সহ অত্যাধুনিক সরঞ্জাম যা ছাত্র-ছাত্রীদের ব্যাবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করে। এই ল্যাবে হাতে কলমে ব্লাডকাউন্টিং, ব্লাড গ্রুপিং, ইউরিন টেস্ট সহ বিভিন্ন প্রোটিন টেস্ট, ব্লেডিং টাইম টেস্ট, ইএসআর টেস্ট, হিমোগ্লোবিন পার্সেন্ট টেস্ট শেখানো হয়।
বায়োক্যমিস্টি ল্যাবে রয়েছে সেমি অটো এনালইজার, এলাইজ রিডার, ইলেক্ট্রালাইট, অটোসেন্টিউজ মেসি ও ফটো ক্লোরেমিটার সহ আরো অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি। এখানে খুব যন্ত সহকারে ছাত্র-ছাত্রীদের মেশিনে অপারেশন করার পদ্ধতি ও ল্যবেরটরি টেস্ট শিখানো হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদা আলাদা ভাবে টেস্ট করার সুযোগ দেওয়া হয় যার ফলে প্রত্যেক ছাত্র-ছাত্রী ভবিষ্যৎ কর্ম জীবনে নির্ভুলভাবে রোগের কারন নির্নয় করতে সক্ষম হয়।
আমাদের মিডওয়াইফারি ল্যাবে অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন, ইউরিন টেস্টিং স্ট্রিপ, ডপলার, গ্লুকোমিটার, বেবি কর্ড, ক্ল্যাম্প, ইপিজিওটমি সিজর, অক্সিজেন রেগুলেটর, ডেলিভারি প্রসেস মডেল, বেবিকেয়ার মডেল, ভেরিয়েশন প্রেজেন্টেশান মডেল ইত্যাদি রয়েছে। এই ল্যাবে ছাত্র-ছাত্রীদেরকে আল্ট্রাসনোগ্রাফি, অক্সিজেন দেওয়া সহ বাচ্চাদের হৃদপিণ্ডের সচলাবস্থা ও ডায়াবেটিস পরীক্ষা করে দেখানো হয়।