ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
কেন এই কোর্সটি করবেন?
নার্সিং একটি সেবামুলক মহৎ পেশা । এই পেশায় এসে Diploma in Nursing sciences & Midwifery Certificate অর্জন করে একজন পেশাগত দক্ষ নার্স হিসাবে মানুষের সেবায় আত্বনিয়োগ করতে পারবে। শুধুমাত্র দক্ষ ও ডিপ্লমা নার্সের অভাবে অনেক উন্নত মানের হাস্পাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক জনগনকে সেবা দিতে পারছেনা। আমাদের উদ্দেশ্য হলো হামিদা নার্সিং ইন্সটিটিউট ও সাইক নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ নার্স হিসাবে তৈরী করা। বর্তমানে সরকার নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করায় পি.এস.সির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারী, বেসরকারী হাসপাতালে কর্মসংস্থানের অনেক বড় সুযোগ রয়েছে।
ভর্তির যোগ্যতাঃ
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বৎসরের মধ্যে হতে হবে।
৩। যে কোন শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ন্যূনতম ২.২৫ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় GPA(Grade Point Average) ২.৫০ পেতে হবে। তবে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৪। প্রার্থীকে সু-স্বাস্থ্যের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।
সাধারণ নীতিমালাঃ
* প্রশিক্ষণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না।
* ভর্তির পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়ম-বিধি, নীতি-মালা সহ নার্সিং ইনস্টিটিউটের নিয়ম-শৃঙ্খলা মেলে চলার অঙ্গিকারনামা দিতে হবে।
* কোন ছাত্র/ছাত্রী ক্রমাগত বিনা অনুমতিতে/নোটিশে হোস্টেলে বা ক্লাশে অনুপস্থিত থাকতে পারবে না।
* যদি কোন ছাত্র/ছাত্রী ৬মাস অন্তর চুড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয় এবং ৭দিন পর দ্বিতীয় সুযোগে ও আবার অকৃতকার্য হয় তবে তার প্রশিক্ষণ বাতিল হয়ে যাবে।
* যদি কোন ছাত্র/ছাত্রী কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং সেটা যদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বলে প্রমানিত হয় তাহলে উক্ত ছাত্র/ছাত্রীর প্রশিক্ষণ বাতিল করা হবে।
এই কোর্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ
নার্সিং সাইন্সের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অত্যধুনিক উন্নত মানের ল্যাব সুবিধা, ল্যাব গুলি হলো:
১। Anatomy & Physiology,
২। Midwifery,
৩। Nursing,
৪। Computer,
৫। Microbiology ল্যাব।
উচ্চ শিক্ষা:
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সটি সম্পন্ন করার পর একই প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং (বেসিক/পোস্ট বেসিক) কোর্সে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।
চাকুরীর সুবিধাঃ
এই কোর্সটি সম্পন্ন করার পর B.Sc ও M.Sc কোর্স করলে বিদেশে এবং সরকারী, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও N.G.O-তে আকর্ষণীয় বেতনে চাকুরীর সুবিধা রয়েছে। এইসব প্রতিষ্ঠানে প্রতি বছরই নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।