৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি)

Laboratrory Medicin

 

প্যাথলজিতে কেন পড়বেন?

সঠিক রোগ নির্নয়ের উপর নির্ভর করে একজন রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা। মেডিকেল টেকনোলজিস্টদের রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক রোগীর নির্ভুল ব্যবস্থাপত্র প্রদান করেন বলে মেডিকেল সেক্টরে প্যাথলজিস্টদের ভূমিকা অনস্বীকার্য। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার মাধ্যমে একজন শিক্ষার্থী মেডিকেল টেকনোলজিষ্ট হিসাবে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে।

ভর্তির যোগ্যতাঃ

১. শুধুমাত্র যারা বিগত সর্ব্বোচ ৪ শিক্ষাবর্ষের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ২.০০ পেয়েছে তারা আবেদন করতে পারবে।

এই কোর্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ 

আমাদের অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন প্যথলজি কোর্সে, যে সকল ল্যাব সমূহ আছে সেগুলো হলোঃ 

1. Anatomy Lab
2. Physiology Lab
3. Community Medicine Lab
4. Microbiology Lab
5. Clinical Pathology
6. Bio-Chemistry Lab
7. Histopathology & Cytopathology Lab
8. Hematology & Blood Transfusion Lab
9. Computer Lab
10.Physics Lab
11. Chemistry Lab
সহ যুগোপযোগী সকল ল্যাব সুবিধা প্রদান করা হয় এবং দক্ষ ল্যাব ইন্সট্রাক্টর দ্বারা ল্যাব পরিচালনা করা হয় ।

ইন্টার্নশিপ ও হাসপাতাল অ্যাটাচমেন্টঃ 

• ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
• জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতাল
• শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
• শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল
• শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

উচ্চ শিক্ষার সুযোগঃ-
ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি IHT তে B.Sc in Health Technolog তে ( Pathology) উচ্চশিক্ষার সুযোগ আছে। এছাড়াও বেসরকারি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকাতে B.Sc in Health Technology (Pathology) উচ্চশিক্ষার সুযোগ আছে ।

সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্র সমুহঃ
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান ।  তার মধ্যে-

১। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে চাকরির সুযোগ।
২।  বিদেশী চাকরির এবং আত্মকর্মসংস্থানের সুযোগ।
৩।  বিভিন্ন কর্মক্ষেত্রে যারা বর্তমানে নিয়োজিত আছে তারা প্রতি মাসে আকর্ষণীয় বেতন উত্তোলণ করছে।
৪।  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সরকারি চাকরির সুযোগ।
৫।  হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ।
৬। সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক, ক্লিনিক সমূহে টেকনোলজিস্ট হিসাবে চাকরির সুযোগ।

ডিপ্লোমা শেষ করেই চিফ টেকনোলজিস্ট, ডিপাটমেন্টাল সুপার ভাইজার, ল্যাব ইনচার্জ এবং ল্যাব সাইন্টিস্ট অফিসার পর্যন্ত হতে পারে।

অন্যান্য সুবিধাঃ
লাইব্রেরীঃ এখানে ১০ হাজারেরও বেশি দেশী ও বিদেশী বই সমৃদ্ধ একটি লাইব্রেরী রয়েছে।
হোস্টেলঃ দূরবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় হোস্টেল পরিচালনা করা হয়।
ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান (ISDP)ঃ এই প্ল্যান একজন ছাত্রের ভর্তি থেকে শুরু করে জব প্লেসমেন্ট পর্যন্ত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে
জব প্লেসমেন্ট সেলঃ এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং, মক ইন্টারভিউ, সেমিনার এবং ক্যাম্পাস রিক্রুটমেন্টের মতো সুবিধা প্রদান করে।

TOP