এতদ্বারা সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির আইএইচটি ও সাইক ম্যাটস্ এর 2019-2020 সেশনের (1ম বর্ষ) সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে আগামী 19/07/2020ইং তারিখ থেকে 20/07/2020ইং তারিখ রবিবার ও সোমবার সকাল 11 টাকা দুপুর 1টা পর্যন্ত রেজিষ্ট্রেশন ফরম ফিলাপ করানো হবে। রেজিষ্ট্রেশন ফি বাবদ 1000/- এবং সেই সাথে কোন প্রকার বকেয়া (মাসিক বেতন, সেমিস্টার ফি) যদি থাকে তা পরিশোধ করে উক্ত তারিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য সকল ছাত্রছাত্রীকে নির্দেশ দেওয়া যাচ্ছে।
সেই সঙ্গে আরো জানানো যাচ্ছে যে, আগামী 21/07/2020 তারিখ মঙ্গলবার বিলম্ব ফি 500/- টাকা দিয়ে রেজিষ্ট্রেশন ফরম ফিলাপ করা যাবে।