উপরোক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে 2020-2021 শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি MATS ও IHT এ ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নিম্নোক্তভাবে নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলোঃ-
সিদ্ধান্ত সমূহঃ
1। একযোগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে সরকারী IHT ও MATS এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
2। ভর্তির যোগ্যতাঃ- 2016 থেকে 2020 ইং পর্যন্ত এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ 2.5 (পয়েন্ট) প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাককে হবে।
3। যে সকল প্রার্থী O-Level বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের 2000/- টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন এর কাছ থেকে Equivalence Certificate ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পুরণ করা যাবে না। বিভাগীয় (Departmental) প্রার্থীরা পূর্বেই পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা অধিপ্তর, মহাখালী হতে ID Code সংগ্রহ করবেন।
4। ভর্তির দরখাস্ত SMS এর মাধ্যমে করতে হবে। SMS এবং On line এ আবেদন করার শুরুব তারিখ 01/08/2020 সকাল 10 ঘটিকা। আবেদন করার শেষ তারিখ 31/08/2020 রাত 11-59 মিঃ। প্রবেশ পত্র ডাউনলোড এবং পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি পরবর্তীতে SMS এবং on line এর মাধ্যমে জানানো হবে।
5। ভর্তির আবেদন ফি 700/- টাকা (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে)।
6। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমান তালিকা তৈরী উভয় ক্ষেত্রেই কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
7। ভর্তির জন্য সাময়িক ভাবে নির্বাচিত প্রাির্থীদের তালিকা এবং অপেক্ষমান তালিকা একই সাথে প্রকাশ করা হবে।
8। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব স্ব IHT/MATS এর অধ্যক্ষের দপ্তর হতে জানা যাবে।
9। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dghs.gov.bd) হতে বিস্তারিত তথ্য জানা যাবে।